এবার কারাগার পাহারায় কুমির
বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদিদের জন্য গোটা একটি দ্বীপকে কারাগারে রূপান্তরের কথা ভাবছে ইন্দোনেশিয়ার সরকার। লক্ষণীয় হলো, কারাগারটির প্রহরায় কুমির বসানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। দেশটির মাদকবিরোধী সংস্থার প্রধান বুদি ওয়াসেসো এমনই প্রস্তাব দিয়েছেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।
প্রস্তাবের পক্ষে ওয়াসেসোর মত, ‘অনেক সময় কুমির মানুষের চেয়ে ভালোভাবে পাহারা দিতে পারে, কারণ এদেরকে ঘুষ দেওয়া যায় না।’ তিনি আরো বলেন, ‘কারাগারটি পাহারা দিতে সবচেয়ে হিংস্র কুমির খুঁজে বের করা হবে।’ এ জন্য দ্বীপ-রাষ্ট্রটির বিভিন্ন এলাকা সফর করবেন বলেও তিনি জানান।
পৃথিবীর যেসব দেশে খুব কঠোর মাদকবিরোধী আইন রয়েছে, ইন্দোনেশিয়া তার মধ্যে একটি। দেশটিতে মাদক সংক্রান্ত মামলায় চার বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ থাকার পর ২০১৩ সালে এই বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়।
দ্বীপকে কারাগারে পরিণত করার পরিকল্পনাটি অবশ্য প্রাথমিক অবস্থায় আছে। এ ছাড়া কারাগারটি কোথায় হবে এবং কবে এর নির্মাণ শেষে হবে তা এখনো ঠিক করা হয়নি।