এফডিআই প্রকল্পে ২০২২ সালে বিশ্বে শীর্ষস্থান দুবাইয়ের

স্টাফ রিপোর্টার

যেকোনো দেশের উন্নয়নে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) বড় অবদান রাখে। বিশ্বের বিভিন্ন দেশ প্রতিনিয়ত এ বিনিয়োগ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এদিক থেকে ২০২২ সালে সবার ওপরে ছিল দুবাই। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস সূত্রে এ তথ্য জানা গেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

২০২২ সালে দুবাই ১ হাজার ২৮০ কোটি ডলার এফডিআই পেয়েছে, যা ৩৮ হাজার ৫০০ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। গ্রিনফিল্ড এফডিআই আকর্ষণে ২০২২ সালে বৈশ্বিকভাবে শীর্ষে উঠে আসে দুবাই। এর মাধ্যমে দেশটি বিশ্বের অন্যতম বিদেশী বিনিয়োগ হাবে পরিণত হয়। টানা দুই বছরের মতো বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে দুবাই। গত বছর আমিরাতে এফডিআই প্রকল্প বেড়েছে ৮৯ দশমিক ৫ শতাংশ। একই সময়ে এফডিআই মূলধনের পরিমাণ ৮০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিশ্বের শীর্ষ তিন শহরের একটিতে জায়গা করে নিয়েছে দুবাই। এটি দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাই ইকোনমিক এজেন্ডা ডি৩৩-এর অন্যতম একটি লক্ষ্য।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, ‘‌বৈশ্বিক অর্থনীতি যখন দোদুল্যমান তখনো দুবাই সরাসরি বিদেশী বিনিয়োগপ্রাপ্তিতে শীর্ষস্থান ধরে রেখেছে। এর মাধ্যমে অঞ্চলটির বিনিয়োগ মূল্য প্রস্তাব সক্ষমতারও বিষয়টি নিশ্চিত হয়।’

ফাইন্যান্সিয়াল টাইমসের এফডিআই মার্কেট প্রতিবেদন ২০২২-এর তথ্যানুযায়ী, এফডিআই আকর্ষণ মেট্রিকে আমিরাত শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। পর্যটন, ব্যবসায়িক পরিষেবা, আর্থিক পরিষেবা, পরিবহন ও ওয়্যারহাউজ, ভোক্তাপণ্য, সফটওয়্যার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে আমিরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *