এপ্রিলে শেভি বোল্ট নির্মাণ শুরু করবে জিএম
স্টাফ রিপোর্টার
এপ্রিল থেকেই বৈদ্যুতিক গাড়ি (ইভি) শেভি বোল্ট নির্মাণ শুরু করতে যাচ্ছে জেনারেল মোটরস (জিএম)। ব্যাটারি ত্রুটির কারণে গাড়ি প্রত্যাহারের ঘটনার পর ফের নতুন করে গাড়ি নির্মাণ শুরু করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা জায়ান্টটি।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হয়েছে। এর আগে জিএমের পূর্বাভাস ছিল, গত জানুয়ারির শেষের দিকে বোল্ট নির্মাণ শুরু করবে। সম্প্রতি জিএমের মুখপাত্র ড্যান ফ্লোরেসের বরাতে জানা গেছে, এপ্রিলের প্রথম সপ্তাহে অরিয়ন কারখানায় গাড়ি নির্মাণ শুরু হবে। রয়টার্স