এনবিআরের সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটি গঠন
আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্য সহজ করতে স্থানীয় পর্যায়ে ‘বর্ডার এজেন্সি করপোরেশন’ এবং কনসালটেশনের জন্য দেশের সব কাস্টম হাউস, দুটি বিমানবন্দর ও কয়েকটি শুল্ক স্টেশনে একটি করে ‘সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। এনবিআর সম্প্রতি এই পদক্ষেপ গ্রহণ করেছে। এনবিআরের প্রথম সচিব (কাস্টমস: আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি) মোহাম্মদ শহীদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কমিশনারকে আহ্বায়ক ও উপকমিশনারকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। ২৪ সদস্যের কমিটিতে আরও ২২টি সংস্থার প্রতিনিধি থাকবেন।
ডব্লিউটিও-টিএফএর আলোকে কমিটির কার্যপরিধি হলো– স্ব স্ব কাস্টম হাউস, আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল কাস্টমস স্টেশনের মাধ্যমে আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিতকরণ ও নিরসনের উদ্যোগ গ্রহণ।
এ ছাড়া ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ, প্রতি তিন মাসে সংশ্লিষ্ট কাস্টম হাউস, বিমানবন্দর কাস্টমস স্টেশন, স্থল কাস্টমস স্টেশনে ন্যূনতম একটি সভা আয়োজন এবং সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বাণিজ্য-সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো নিরসনে যথাযথ প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ ও ফলোআপ এবং সমন্বয় সাধন করতে হবে।