এডিপি বরাদ্দ কমছে বিদ্যুৎ-জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহনে
চলতি ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটে (এডিপি) রেকর্ড পরিমাণে বরাদ্দ কমছে। এ অর্থবছরে এডিপি বরাদ্দ ছিলো দুই লাখ ৪৬ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে সাড়ে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ কমে তা হয়েছে দুই লাখ ২৭ হাজার কোটি টাকা। এরমধ্যে বিদ্যুৎ-জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাতে বরাদ্দ কমেছে সবচেয়ে বেশি। সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।
আগামীকাল বুধবার (১ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন হবে।
জানা গেছে, বর্তমানে বৈশ্বিক সংকট চলছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ফলে অনেক মন্ত্রণালয় ও বিভাগ টাকা খরচ করতে পারেনি। কোনো কোনো মন্ত্রণালয় আবার বৈদেশিক ঋণ ছাড়ও করতে পারেনি।
পরিকল্পনা কমিশন জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ ৬ হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছর এডিপিতে এ খাতে বরাদ্দ ছিলো ৪৪ হাজার ৩৮৯ কোটি টাকা। সংশোধিত এডিপিতে তা কমিয়ে আনা হয়েছে ৩৮ হাজার ৩১৬ কোটি টাকায়।
শিক্ষা খাতের বরাদ্দও কমানো হয়েছে উল্লেখযোগ্য হারে। এডিপিতে এ খাতের বরাদ্দ ছিলো ২৯ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে তা সাড়ে ১০ হাজার কোটি টাকা কমিয়ে ১৮ হাজার ৪৩১ কোটি টাকা করা হয়েছে।
দেশের পরিবহন ও যোগাযোগ খাতে গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। তবে এবারের সংশোধিত এডিপিতে এ খাতে মোটা অংকের বরাদ্দ কমেছে। এ খাতে মোট বরাদ্দ কমেছে সাড়ে ১০ হাজার কোটি টাকার বেশি। যেখানে পাঁচ মেট্রোরেল প্রকল্পেরই বরাদ্দ কমেছে প্রায় আট হাজার কোটি টাকা। চলতি অর্থবছর উল্লেখযোগ্য কোনো কাজ দেখাতে পারেনি এ খাতের সংশ্লিষ্টরা। ফলে মেট্রোরেল খাতে সাড়ে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ কমিয়ে ১২ হাজার ৭৪৫ কোটি টাকায় আনা হয়েছে। এডিপিতে এ খাতের বরাদ্দ ছিলো ১৯ হাজার ২৭৭ কোটি টাকা।
সরকারের গুরুত্বের তালিকায় থাকা বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও চলতি অর্থবছর তেমন কোনো সাফল্য না আসায় বরাদ্দ কমিয়ে প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এডিপিতে চার হাজার ২৩৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও এ খাতের বরাদ্দ এক হাজার ৮৯০ কোটি কমিয়ে দুই হাজার ৩৪৩ কোটি টাকায় আনা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২২–২৩ অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে না। এডিপিতে নিজস্ব অর্থায়নের এক লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বিদেশি সহায়তা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কম বরাদ্দ দেওয়া হচ্ছে। তাতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে সাড়ে ৭৪ হাজার কোটি টাকা। বর্তমানে এডিপিতে এক হাজার ৩৬৩টি প্রকল্প রয়েছে।
এডিপিতে অন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বরাদ্দ কমালেও দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এ খাতে এডিপির ১৬ হাজার ৪৬৫ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে ২০ হাজার ২৩০ কোটি টাকা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মহলের দৃষ্টিতে থাকা জলবায়ু খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। এতে ৯ হাজার ৮৫৯ কোটির বরাদ্দ বাড়িয়ে সংশোধিত এডিপিতে সাড়ে ১২ হাজার কোটি টাকা করা হয়েছে।
অন্যদিকে উন্নয়ন সহায়তা খাতে চার হাজার কোটির বরাদ্দ বাড়িয়ে সাত হাজার কোটি এবং সামাজিক সুরক্ষায় আড়াই হাজার কোটির বরাদ্দ বাড়িয়ে সাড়ে তিন হাজার কোটি টাকা করা হয়েছে।