এডিডাসের নিট মুনাফা বেড়েছে পাঁচ গুণ

স্টাফ রিপোর্টার

কভিডজনিত বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও বিপুল অংকের মুনাফা পেয়েছে এডিডাস। ২০২১ সালে জার্মান স্পোর্টওয়্যার জায়ান্টের নিট মুনাফা বেড়েছে প্রায় পাঁচ গুণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও চলতি বছর দুই অংকের আয় বাড়ার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

এডিডাস জানিয়েছে, ২০২১ সালে সংস্থাটির নিট মুনাফা ২১০ কোটি ইউরোয় পৌঁছেছে। যেখানে আগের বছর নিট মুনাফার পরিমাণ ছিল ৪৩ কোটি ২০ লাখ ইউরো।

গত আগস্টে বিক্রিতে সম্মত হওয়া রিবক ব্র্যান্ড বাদ দিলে এ সময়ে এডিডাসের নিট মুনাফা দাঁড়ায় ১৫০ কোটি ইউরোয়। যেখানে আগের বছরে রিবকের হিসাব বাদে মুনাফা ছিল ৪৬ কোটি ১০ লাখ ইউরো। গত বছর সংস্থাটির আয় ১৫ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ১২০ কোটি ইউরোয় পৌঁছেছে।

কভিডজনিত লকডাউন, সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা এবং মূল চীনা বাজারে চ্যালেঞ্জিং পরিস্থিতির কারণে পূর্বাভাসের তুলনায় এডিডাসের আয় ১৫০ কোটি ইউরো কম হয়েছে। জোরপূর্বক উইঘুর শ্রমের অভিযোগে জিনজিয়াং প্রদেশের তুলা ব্যবহার বন্ধ করায় সংস্থাটি চীনে ভোক্তা বয়কটের মুখোমুখি হয়েছে। ফলে চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে সংস্থাটির বিক্রি ২৪ শতাংশ কমে যায়। এজন্য গত বছর দেশটিতে এডিডাসের আয় বেড়েছে মাত্র ৩ শতাংশ। যেখানে অন্যান্য অঞ্চলে আয়ের ক্ষেত্রে সংস্থাটি দুই অংকের প্রবৃদ্ধি পেয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে চলতি বছর ২৫ কোটি ইউরোর বিক্রি ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে এডিডাস। যদিও ২০২২ সালে ১১ থেকে ১৩ শতাংশ আয় বাড়ার পূর্বাভাস দিয়েছে ক্রীড়াসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠানটি। ঝুঁকিতে থাকা আয়ের পরিসংখ্যান ইউরোপীয় অঞ্চলের প্রায় অর্ধেক রাজস্বের সমতুল্য। এটি সংস্থাটির মোট বিক্রি প্রবৃদ্ধির প্রায় ১ শতাংশীয় পয়েন্টের সমান।

সম্প্রতি এডিডাস জানিয়েছে, সংস্থাটি রাশিয়ায় ই-কমার্স ব্যবসা বন্ধের পাশাপাশি অস্থায়ীভাবে স্টোরগুলোর কার্যক্রমও বন্ধ করে দেবে। এর আগে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি ও পুমাও রাশিয়ায় বিক্রি কার্যক্রম স্থগিত করে। রাশিয়ান ফুটবল ইউনিয়নের সঙ্গে থাকা চুক্তিও স্থগিতের ঘোষণা দিয়েছে এডিডাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *