এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয়: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভোজ্যতেলের দাম সমন্বয় হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই ট্যারিফ কমিশন বসবে। ওরা (তেল ব্যবসায়ী) তো একটা দাবি দিয়েছে, সেটা জাস্টিফাইড কিনা সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে জানিয়ে তিনি বলেন, কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে ।

আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখনও যদি ধরা হয় ডিজেলে আজকের বাজারে প্রতি লিটারে ৮ টাকা করে লোকসান হচ্ছে।

পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম বাড়ানোর বিষয়ে কোনো তদারকি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা বাণিজ্য মন্ত্রণালয় তো করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *