এক চার্জে ৩০ কিলোমিটার চলবে এই স্কুটার
বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বড়ছে। তাইতো পোর্টেবল ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো শাওমি।
বর্তমানের একটা মিডরেঞ্জ স্মার্টফোনের দামে কেনা যাবে এই ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি চিনে উন্মুক্ত হয়েছে এটি।
এতে রয়েছে একটি ডিসি মোটর। তাদের দাবি ৩,০০০ ঘণ্টা চলবে এই মোটর।
ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে স্কুটারটি একটানা ৩০ কিলোমিটার ছুটতে পারবে। যা সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটতে পারবে।
এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ডিস্ক ব্রেক আর এবিএস। রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে। এই ডিসপ্লেতে স্কুটারের গতি আর ব্যাটারি ছাড়াও বিভিন্ন তথ্য দেখে নেওয়া যাবে।
এই স্কুটার তৈরি হয়েছে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করে। ফলে এটি যেমন হালকা, তেমনই মজবুত। গন্তব্যে পৌঁছে ভাঁজ করে ব্যাগেও ভরে নিতে পারবেন এটিকে।
এই ইলেকট্রিক স্কুটারের ওজন ১২.৫ কিলোগ্রাম। মোট তিনটি মোডে চলবে এই স্কুটার। এগুলো হলো- এনার্জি সেভিং, নর্মাল আর স্পোর্টস মোড।
বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ২৫ হাজার টাকা। তবে এটি চিনের বাইরে কবে বাজারে আসবে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।