একাত্তর টিভির কর্মকর্তার মৃত্যুর ঘটনায় রিমান্ডে বাসচালক
রাজধানীতে বাসের ধাক্কায় একাত্তর টেলিভিশনের মার্কেটিং বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার ভিআইপি পরিবহনের চালক সুজন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩০ সেপ্টেম্বর) সুজন মিয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম। শুনানি শেষে ঢাকা ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীর গেটের সামনে ভিআইপি পরিবহনের একটি বাস আনোয়ারকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাদের দুই জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।