একাই ৬ গোল করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার
মৌসুম শেষেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন হুলিয়ান আলভারেজ। রিভার প্লেট ছেড়ে যাওয়ার আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড গড়লেন অনন্য এক কীর্তি। বুধবার রাতে রিভার প্লেটের হয়ে কোপা লিবার্তাদোরেস দে আমেরিকার ম্যাচে খেলতে নেমে একাই করলেন ছয়টি গোল
ল্যাতিন আমেরিকার কন্টিনেন্টাল ক্লাব প্রতিযোগিতায় ‘এফ’ গ্রুপের ম্যাচে পেরুর ক্লাব আলিয়াঞ্জা লিমার বিপক্ষে এই ইতিহাস গড়েন আলভারেজ। ৮-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুই অর্ধে তিনটি করে গোল করেন এই তরুণ ফুটবলার। ম্যাচের ১৫, ১৮, ৪১, ৫৪, ৫৭ ও ৮৩তম মিনিটে গোলগুলো করেন ২২ বছর বয়সী এই তারকা। তবে এমন কীর্তিতে দ্বিতীয় তিনি। এর আগে ১৯৮৫ সালে এই প্রতিযোগিতায় বলিভিয়ার ব্লুমিং ক্লাবের হয়ে এক ম্যাচে ছয়টি গোল করেছিলেন হুয়ান কার্লোস সানচেজ। অবশ্য রিভারপ্লেটের ইতিহাসে আলভারেজ ছাড়া আর কারো এমন কীর্তি নেই।
গত জানুয়ারির ট্রান্সফারে আলভারেজকে ১৭ মিলিয়ন ইউরোয় দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।