একবার চার্জেই ৬০০ কিলোমিটার চলবে ভলভোর বিদ্যুচ্চালিত ট্রাক

স্টাফ রিপোর্টার

একবার চার্জে ৬০০ কিমি (৩৭৩ মাইল) পর্যন্ত চলতে সক্ষম, বিদ্যুচ্চালিত এমন ট্রাক তৈরির ঘোষণা দিয়েছে সুইডিশ গাড়ি নির্মাতা কোম্পানি ভলভো। এটি তাদের এফএইচ ইলেকট্রিক ট্রাকের আরো উন্নত সংস্করণ হতে যাচ্ছে। ভলভো ট্রাকস জানিয়েছে, এতে দীর্ঘ যাত্রার প্রয়োজনীয় বড় আকারের ব্যাটারি এবং উন্নত সফটওয়্যার যুক্ত করা হবে। ট্রাকটি ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *