এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

দেশে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তার (৩০)  মারা গেছেন।

মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হাসপাতালের তত্ত্বাবধায়ক আরিফুল বাশার এ বিষয়ে গণমাধ্যমে বলেন, “সানজিদা আক্তার শুধু এইচএমপি ভাইরাসের কারণে মারা যাননি। কিডনিতে সমস্যাসহ তার আরও অনেক শারীরিক জটিলতা ছিল।”

গত ১২ জানুয়ারি সানজিদার এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যাচ্ছিল, ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না।

সম্প্রতি উত্তর চীনে এইচএমপিভির প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জনগণকে স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছে। এমনকি চীনের বাইরে ভারত, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ আরও বেশ কিছু দেশে সম্প্রতি এইচএমপিভিসহ অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগের বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীন ও অন্যান্য অঞ্চলে শীতকালে শ্বাসকষ্টজনিত রোগের বৃদ্ধি মূলত মৌসুমি প্রবণতা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *