ঋণের শর্ত চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

স্টাফ রিপোর্টার

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে অর্থসচিবের সঙ্গে বৈঠক করেন আইএমএফ প্রতিনিধি দল। দুইপক্ষের আলোচনার মাধ্যমে ঋণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ঋণের শর্ত হিসেবে দেশের আর্থিক খাতসহ নানান ক্ষেত্রে আমূল সংস্কারের কথা বলছে আইএমএফ।

ব্যাংক ঋণের সুদের হার বাজারের ওপর ছেড়ে দেয়ার শর্তের কথা বলা হয়েছে। সেই সঙ্গে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতে ভুর্তকি বন্ধেরও পরামর্শ সংস্থাটির। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের শর্তকে স্বাগত জানালেও বাকিগুলো মানা কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে অর্থনীতিবিদদের।

আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শর্ত নিয়ে দরকষাকষি করে পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে রাখার পরামর্শ তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *