ঊর্ধ্বমুখী মালয়েশিয়ান পাম অয়েলের বাজার
মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে। ডালিয়ান এক্সচেঞ্জে প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই পাম অয়েলের দাম বেড়েছে। এছাড়া চলতি মাসে মালয়েশিয়ার ঊর্ধ্বমুখী পাম অয়েল রফতানিও দাম বাড়াতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।
তথ্য বলছে, গতকাল সর্বশেষ কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মে মাসের চুক্তিতে বাজার আদর্শ পাম অয়েলের দাম ২ দশমিক ৪৯ শতাংশ বা ১৩৮ রিঙ্গিত বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ৬৭৭ রিঙ্গিতে (১ হাজার ৩৫৬ ডলার ৮৪ সেন্ট)।
কার্গোর তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারটেক টেস্টিং সার্ভিস ও অ্যামসপেক এগ্রির দেয়া তথ্যমতে, ১-২০ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৯ থেকে ২৯ শতাংশ পর্যন্ত বেড়েছে।
জানা গেছে, সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্র থেকে এক লাখ টন সয়াবিন তেল আমদানির চুক্তি করেছে। কারণ লাতিন আমেরিকার দেশগুলোয় পণ্যটির সরবরাহ কম। এর পরই সয়াবিনের দাম বেড়ে যায়। অন্যদিকে ঝেংঝু কমোডিটি এক্সচেঞ্জে সরিষা তেলের দাম বেড়েছে ৪ শতাংশ। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সয়াবিন তেলের দাম বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ।