ঊর্ধ্বমুখী ভিয়েতনামের কফি রফতানি
চলতি মাসে ঊর্ধ্বমুখী রয়েছে ভিয়েতনামের কফি রফতানি। অর্থনৈতিক পুনরুদ্ধার এবং করোনা মহামারীর প্রতিবন্ধকতা কাটছে। ফলে রফতানিতে যেসব চ্যালেঞ্জ ছিল তা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে দেশটি। অন্যদিকে চাল রফতানি ৪ দশমিক ২ শতাংশ বাড়তে পারে। ভিয়েতনামের সরকারি প্রাক্কলনে এ তথ্য উঠে এসেছে।
দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস (জিএসও) জানায়, চলতি মাসে ভিয়েতনামের কফি রফতানি ১ লাখ ৭৫ হাজার টনে পৌঁছতে পারে, যা ২৯ লাখ ব্যাগের (প্রতি ব্যাগে ৬০ কেজি) সমপরিমাণ। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বাড়বে ৯ শতাংশ।
ভিয়েতনাম বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদক। রফতানির পাশাপাশি চলতি মাসে কফি রফতানি আয়ও বাড়ার সম্ভাবনা রয়েছে। আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৩৯ কোটি ৫০ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৯ শতাংশ। বিশ্ববাজারে পানীয় পণ্যটির ঊর্ধ্বমুখী দামের কারণে আয় বাড়ছে।
অন্যদিকে চলতি মাসে ৩ লাখ ৬০ হাজার টন চাল রফতানি করতে পারে ভিয়েতনাম। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বাড়তে পারে ৪ দশমিক ২ শতাংশ।