ঊর্ধ্বমুখী ধারায় জাপানের ইস্পাত রফতানি

চলতি বছরের প্রথম ১০ মাসে জাপানের ইস্পাত রফতানি বেড়েছে। মূলত উৎপাদন বৃদ্ধি ও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী চাহিদা দেশটিকে রফতানি বাড়াতে সহায়তা করেছে। জাপান আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর স্টিলঅরবিস।

তথ্য বলছে, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে জাপান ২ কোটি ৮৭ লাখ টন ইস্পাত ও লোহাজাতীয় পণ্য রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে ১০ মাসে বাড়লেও অক্টোবরে দেশটির ইস্পাত রফতানি কমেছে। ওই মাসে জাপান ২৭ লাখ ৮০ হাজার টন ইস্পাত ও লোহা রফতানি করে, যা আগের মাসের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ কম।

জানুয়ারি-অক্টোবর পর্যন্ত রফতানি বৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করেছে থাইল্যান্ড। দেশটিতে মোট ৫০ লাখ ৭০ হাজার টন ইস্পাত ও লোহাজাতীয় পণ্য রফতানি করা হয়। আগের বছরের তুলনায় রফতানি বেড়েছে ৭১ দশমিক ৪ শতাংশ। যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৬৫ হাজার ৯৭২ টন রফতানি করা হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ১ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *