ঊর্ধ্বমুখী কৃষিপণ্যের সাপ্তাহিক বাজার
চলতি বছরের শুরুতে এসে কৃষিপণ্যের দামে চাঙ্গাভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ৬ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে গম, ভুট্টা ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।
ব্রাজিলের কৃষিপ্রধান এলাকাগুলোয় খরার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা ও চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের রেশ কমে আসায় বেচাকেনা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে কৃষিপণ্যের দামে চাঙ্গাভাব দেখা গেছে। খবর সিনহুয়া ও এগ্রিমানি।
সিবিওটির প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের (৬০ পাউন্ড) গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার ১৭ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ২ সেন্ট বেশি।
একই চিত্র দেখা গেছে ভুট্টার দামেও। গত সপ্তাহে কৃষিপণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেলে ৭ দশমিক ৫ সেন্ট বেড়েছে। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৮৩ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ২ শতাংশ বেশি।
এদিকে সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে সয়াবিনের সাপ্তাহিক গড় দাম বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ। সর্বশেষ সপ্তাহে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৯ ডলার ২১ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ২৬ সেন্ট বেশি।
ব্রাজিলের কৃষিপ্রধান অঞ্চলগুলোয় খরার কারণে কৃষিপণ্যের উৎপাদন ব্যাহত হতে পারে। প্রতিকূল আবহাওয়ার জের ধরে চলতি বছর দেশটিতে সয়াবিন উৎপাদন আগের বছরের তুলনায় ৪০ লাখ টন কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ব্রাজিলে গম ও ভুট্টা উৎপাদনও আগের তুলনায় কমে আসতে পারে। ফলে আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে এ তিন কৃষিপণ্যের সরবরাহ সীমিত হয়ে পড়বে। এ সম্ভাবনা থেকেই বছরের শুরুতে সিবিওটিতে গম, ভুট্টা ও সয়াবিনের সাপ্তাহিক গড় দাম আগের তুলনায় চাঙ্গা হয়ে উঠেছে।