ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়ামের দাম
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বেড়েছে অ্যালুুমিনিয়ামের দাম। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি না দেখায় ধাতুটির সরবরাহ সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণেই ফের ঊর্ধ্বমুখী বাজারদর। খবর বিজনেস রেকর্ডার।
অন্যদিকে বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম ব্যবহারকারী দেশ চীনে আবারো করোনাভাইরাসের সংক্রমণ প্রবাহ রেকর্ড ছাড়ানোয় বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তথ্য বলছে, এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৫৩২ ডলারে।
তবে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে ধাতুটির দাম কিছুটা শিথিল হয়েছে। মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি টনের দাম দশমিক ৩ শতাংশ কমে ২২ হাজার ৯৫০ ইউয়ান বা ৩ হাজার ৬০৮ ডলার ৩২ সেন্টে স্থির হয়েছে।
এদিকে সর্বশেষ এলএমইতে অ্যালুমিনিয়ামের মজুদ ৭ লাখ ৪ হাজার ৮২৩ টনে ঠেকেছে। এটি ২০০৭ সালের পর সর্বনিম্ন মজুদ। সাংহাই এক্সচেঞ্জের গুদামগুলোয় মজুদ ৪ দশমিক ২ শতাংশ কমেছে। গত সপ্তাহে মজুদের পরিমাণ ছিল ৩ লাখ ৩৩ হাজার ৮২৩ টন।