উৎপাদনশীলতা বাড়াতে প্রামাণ্য অনুষ্ঠান প্রচারের নির্দেশ

তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে উৎপাদনশীলতা বিষয়ক ধারণার প্রসারে একটি যুগোপযোগী প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণ এবং তা বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচারের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, এ অনুষ্ঠানে শিল্প, কল-কারখানা, কৃষি খামারসহ সব খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল এবং এর সুবিধা তুলে ধরতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অনুষ্ঠানটি নির্মাণের তাগিদ দেন তিনি।

মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় উৎপাদনশীলতা পরিষদের (এনপিসি) চতুর্দশ সভায় ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) কর্মকর্তাদের এ নির্দেশনা দেন শিল্পমন্ত্রী।

সভায় জানানো হয়, বিভিন্ন সেক্টর ও সাব-সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিগগির বিজিএমইএ, বিকেএমইএ এবং লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সঙ্গে এনপিওর সমঝোতা সই হবে। এর ফলে দেশের তৈরি পোশাক, নিটওয়্যার (তৈরি পোশাক) ও চামড়া শিল্প খাতে উৎপাদনশীলতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় আরও জানানো হয়, শিল্প, সেবা ও কৃষি খাতের উৎপাদনশীলতার স্তর নির্ধারণের লক্ষ্যে এনপিও একটি সমীক্ষা পরিচালনা করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। শ্রম জরিপের ফলাফল প্রকাশের পরপরই এটি পরিচালনা করা হবে। এনপিও এ সমীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করবে বলে সভায় তথ্য প্রকাশ করা হয়। এছাড়া খাতভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইতিপূর্বে গঠিত কমিটিগুলোর কার্যক্রম মূল্যায়ন এবং প্রয়োজনে কমিটি পুনর্গঠনের তাগিদ দেয়া হয়।

সভায় শিল্পসচিব মো. আবদুল হালিম, শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র, কৃষি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিকল্পনা, পরিসংখ্যান ও তথ্য যোগাযোগ, সড়ক পরিবহন ও মহাসড়ক, জ্বালানি ও খনিজ সম্পদ, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেপজা, এফবিসিসিআই, ডিসিসিআই, বিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, নাসিব, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, এনপিও, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিসহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *