ঈদের আগে ভিভোর নতুন স্মার্টফোন ভি২৭

স্টাফ রিপোর্টার

ঈদকে সামনে রেখে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর নতুন স্মার্টফোন ভি২৭ ৫জি এবং ভি২৭ই যাত্রা শুরু করেছে বাংলাদেশে। প্রফেশনাল পোর্ট্রেট এক্সপার্ট স্মার্টফোন দুইটিতেই থাকছে ভিভোর নতুন আকর্ষণ-এক্সক্লুসিভ পোর্ট্রটে এলগরিদম ‘অরা লাইট’। এই লাইট স্বয়ংক্রিয়ভাবে আলোর তীব্রতা ও স্বল্পতা অনুসন্ধান করে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করতে সক্ষম।

ভি২৭ই তে রয়েছে সুপার নাইট মুড সমৃদ্ধ ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা সেন্সিং রেয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ এবং ২ মেগাপিক্সেল মাইক্রোক্যামেরা। অন্যদিকে ভিভো ভি২৭ ৫জি স্মার্টফোনে রয়েছে সনি আইএমএক্স৭৬৬ভি সেন্সর সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল ওআইএস রেয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ এমপি ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা।

যা যেকোনো অবস্থায় কালার, টোন এবং ব্রাইটনেস ঠিক রেখে দুর্দান্ত ও দৃষ্টিনন্দন প্রোফেশনাল ছবি ও এইচডি সেলফি তুলতে সক্ষম। পাশাপাশি ভালো মানের ছবি তুলতে প্রয়োজনীয় শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৯৯ ও রয়েছে এই স্মার্টফোনে।

শুধু ছবি নয়, দুর্দান্ত ভিডিও করতেও পটু এই স্মার্টফোন। কারণ এতে রয়েছে হাইব্রিড ইমেজ স্টেবিলাইজেশন যা চলন্ত অবস্থাতেও কাঁপাকাপি ছাড়াই প্রাণবন্ত শট নিতে সক্ষম। তাই এবারের ঈদে যারা ভ্রমণে মুহূর্ত ভিডিও করতে চান তাদের জন্য এই স্মার্টফোন হতে পারে প্রথম পছন্দ।

স্টোরেজের দিক থেকেও এই স্মার্টফোনের জুড়ি মেলা ভার। ৮ জিবি র‌্যাম সাথে আরো ৮ জিবি এক্সটেন্ডন্ট র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের বিশাল সুবিধা দেবে স্মার্টফোনটি। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস ১৩। যা কোনো রকম হ্যাং বা ল্যাগ ছাড়াই দেবে স্মার্ট স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা।

স্মার্টফোনটির ৪৬০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ৬৬ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার যা মাত্র ১৯ মিনিটেই হবে ৫০ শতাংশ চার্জ। অর্থাৎ মাত্র ৪০ মিনিটেই ফুল চার্জ হবে স্মার্টফোনে।

৭.৭ মি.মি, ফ্লাট ফ্রেমের স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি রঙে। ল্যাভেন্ডার পার্পেল রঙের স্মার্টফোনে রয়েছে পাখির পালকের নকশা যা দেখতে অতুলনীয়। পাশাপাশি গ্লোরি ব্যাক বিভিন্ন দিক থেকে নকশা পরিবর্তন করে দেবে নান্দনিক অনুভূতি। এর ৬.৬২ ইঞ্চি এইডিপ্লাস অ্যামলেড ডিসপ্লেতে মুভি দেখার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রলিং করার দারুণ অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

এক কথায় সর্বগুণ সম্পন্ন অসাধারণ স্মার্টফোনটি হতে পারে প্রিয়জনকে উপহার দেওয়ার অন্যতম উপকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *