ই-লার্নিং প্লাটফর্ম বাংলাডেমি ডটনেটের যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে অনলাইন লার্নিং প্লাটফর্ম বাংলাডেমি ডটনেট যাত্রা শুরু করেছে।
গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাডেমির কর্পোরেট অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাডেমির প্রতিষ্ঠাতা এবং সিইও এন আলম মুন্না, আইটি প্রফেশনাল খালেদ সাইফ, আরিফুর রহমান, শাহীন রাফি, রিমানা জামান, আলী মুরাদসহ বাংলাডেমির বিভিন্ন ক্যাটাগরির কোর্স ইন্সট্রাক্টর।
বাংলাডেমির প্রতিষ্ঠাতা এবং সিইও এন আলম মুন্না বলেন, প্রযুক্তি নির্ভর গতিশীল বিশ্বে দক্ষতার অভাবে চাকরির বাজারে কেউ যেন পিছিয়ে না পড়ে সে লক্ষ্য সামনে রেখে এবং বিশ্বব্যাপী ৩০ কোটি বাংলা ভাষা ভাষীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে বাংলাডেমি কাজ করে যাবে।