ইসলামী ব্যাংক হেড অফিস কমপ্লেক্স শাখা নতুন ঠিকানায় উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখা নতুন ঠিকানায় ৪১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকায় উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্যে বক্তব্য দেন রয়েল ডেনিম লিঃ এর চেয়ারম্যান এএম সাইদুর রহমান। শাখা প্রধান মোঃ মাহবুব-এ আলমের সভাপতিত্বে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ জামাল উদ্দিন মজুমদার, এএফএম কামালুদ্দীন ও মুহাম্মদ শাব্বিরসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, শাখার কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।