ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের স্বাধীনতা দিবস উদযাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ)। দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এ এম সলিমউল্লাহ। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান।
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন আইবিএফ’র ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. কাজী শহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন আইবিএফ’র সদস্য প্রফেসর ড. মো. সালেহ জহুর, প্রফেসর ড. মো. ফসিউল আলম, মো. কামরুল হাসান, আইবিএফ’র সদস্য ও আইবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা।
শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের জিএম প্রকৌশলী মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এছাড়া ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, ইসলামী ব্যাংক স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।