ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার নন-কনভারটিবল সাব-অর্ডিনেন্ট বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৭ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭০৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, বন্ডটির মেয়াদ হবে সাত বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে-নন-কনভারটিবল, ফ্লোটিং রেট, পূর্ণ অবসায়নযোগ্য, অনসিকিউরড এবং অতালিকাভুক্ত। বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে।

এই বন্ড আর্থিক প্রাতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিদেশি উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য এক কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটি টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *