ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস সভার শুরুতে কমিটির সদস্যদের জ্ঞাতার্থে ব্যাংকের আর্থিক বিবরণী ও লাভ-ক্ষতির হিসাব উপস্থাপন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ সহ সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।