ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মশালা সম্পন্ন

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং অপারেশনে সেলফিন ও ই-কেওয়াইসি এর মাধ্যমে গ্রাহক অন-বোর্ডিং ও আনুষঙ্গিক নিরাপত্তা বিষয়ে ভার্চুয়াল প্লাটফর্মে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে। ৩টি পৃথক পর্বে অনুষ্ঠিত এ কর্মশালায় সারাদেশের ২৭০০ আউটলেট স্বত্ত্বাধিকারী অংশগ্রহণ করেন। সম্প্রতি কর্মশালার শেষ পর্বের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম ও ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিদেশ থেকে সেলফিন চালু করা, সেলফিনের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স প্রদান, সারাদেশে এজেন্ট আউটলেট এর বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সেলফিন থেকে ক্যাশ আউট সুবিধা বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *