ইলোন মাস্কের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভের জনপ্রিয় সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘ব্লেড রানার ২০৪৯’ মুক্তি পায় ২০১৭ সালের অক্টোবরে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালকন এন্টারটেইনমেন্ট সম্প্রতি টেসলা, কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক ও শোবিজের নামি কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, অনুমতি ছাড়াই পণ্যের প্রচারে সিনেমার দৃশ্যের ভিত্তিতে ভিজুয়াল ব্যবহার করেছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতের শীর্ষ কোম্পানিটি। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হচ্ছে, টেসলার দীর্ঘ প্রতীক্ষিত রোবোট্যাক্সির উন্মোচন অনুষ্ঠানে ‘ব্লেড রানার ২০৪৯’ সিনেমার দৃশ্য ব্যবহারে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির অনুরোধ প্রত্যাখ্যান করেছিল অ্যালকন এন্টারটেইনমেন্ট। তা সত্ত্বেও ১০ অক্টোবরের অনুষ্ঠানে টেসলা ও অন্য পক্ষগুলো চলচ্চিত্রের দৃশ্যের ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়ে তৈরি ইমেজ ব্যবহার করেছে।

তবে টেসলা বা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এ বিষয়ে বিবিসির প্রশ্নে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মামলার নথিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া সিনেমার দৃশ্য এভাবে ব্যবহারের উল্লেখযোগ্য আর্থিক প্রভাব রয়েছে। এছাড়া টেসলার সঙ্গে নামি ব্র্যান্ডের অংশীদারত্বে ঝুঁকি রয়েছে বলেও মন্তব্য করা হয়। অ্যালকনের মতে, ইলোন মাস্কের রাজনৈতিক মন্তব্য, মিডিয়ার প্রতি আকর্ষণ, খামখেয়ালি ও স্বেচ্ছাচারী আচরণ সম্ভাব্য অংশীদারত্বের জন্য ক্ষতিকর।

অ্যালকন আরো অভিযোগ করেছে, রোবোট্যাক্সির উন্মোচন অনুষ্ঠানে তাদের সঙ্গে টেসলার মধ্যে অংশীদারত্ব সম্পর্ক রয়েছে বলে দাবি করেছিল আয়োজকরা। কিন্তু তা সত্য নয়।

ওয়ার্নার ব্রাদার্সের মালিকানাধীন একটি মুভি স্টুডিওতে টেসলার অতিপ্রত্যাশিত রোবোট্যাক্সির উন্মোচন হয়েছিল। ‘ব্লেড রানার ২০৪৯’ চলচ্চিত্রের পরিবেশকও এ বিনোদন কোম্পানি। চলচ্চিত্রটি ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘ব্রেড রানার’-এর সিকুয়াল। এতে অভিনয় করেন রায়ান গসলিং, হ্যারিসন ফোর্ড, অ্যানা ডি আরমাস, জ্যারেড লেটোসহ অনেকে। চলচ্চিত্রটি দুটি বিভাগে একাডেমি পুরস্কার জিতেছে।

‘ব্লেড রানার’ সিরিজের কথা অতীতে বেশ কয়েকবার উল্লেখ করেছেন ইলোন মাস্ক। টেসলার আরেক জনপ্রিয় বাহন সাইবারট্রাক তৈরির অনুপ্রেরণা এ চলচ্চিত্র বলেও জানিয়েছিলেন তিনি।

তবে ইলোন মাস্ক স্বীকার না করলেও তার বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ রয়েছে। ২০০৪ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘আই, রোবট’-এর পরিচালক অ্যালেক্স প্রয়াস এ ধরনের অভিযোগ আনেন। ওই সিনেমায় দেখানো হিউম্যানয়েড মেশিন ও চালকবিহীন যানবাহনের নকশা অনুকরণ করেছিলেন টেসলা বস। এ বিষয়ে ইলোন মাস্ক মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অ্যালেক্স প্রয়াস বলেছিলেন, ‘ইলোন, দয়া করে আমার নকশা ফেরত দেবেন।’ অবশ্য এ দাবি নিয়ে খোদ নির্মাতাই সামাজিক মাধ্যমে সমালোচনার শিকার হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *