ইলোন মাস্ককে পেছনে ফেলে শীর্ষ ধনী বেহনা আহনোঁ

স্টাফ রিপোর্টার

এলভিএমএইচের চেয়ারম্যান ও সিইও বেহনা আহনোঁ ফের ইলোন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনীর তকমা নিজের করে নিয়েছেন। ফোর্বস ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নেয়ার তালিকা অনুসারে, গত শুক্রবার সম্পদ ২ হাজার ৩৬০ কোটি ডলার বৃদ্ধির পর এ ফরাসি ব্যবসায়ী ও তার পরিবারের নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৭৮০ কোটি ডলার। অন্যদিকে টেসলার সিইও ইলোন মাস্কের সম্পদের পরিমাণ কমে হয়েছে ২০ হাজার ৪৫০ কোটি ডলার। খবর মিন্ট।

লুই ভিতোঁর মতো বিলাসী ব্র্যান্ডের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এলভিএমএইচ। একই সংস্থার অধীনে রয়েছে টিফানি’স, ক্রিশ্চিয়ান ডিওর, সেপোরার মতো নামজাদা ব্র্যান্ড।

শীর্ষ ধনীদের হালনাগাদ ওই তালিকায় বেহনা আহনোঁ ও ইলোন মাস্কের পরেই রয়েছেন জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৮ হাজার ১৩০ কোটি ডলার। শীর্ষ ১০ তালিকায় আরো রয়েছেন ল্যারি এলিসন (১৪ হাজার ২২০ কোটি ডলার), মার্ক জাকারবার্গ (১৩ হাজার ৯১০ কোটি ডলার), ওয়ারেন বাফেট (১২ হাজার ৭২০ কোটি ডলার), ল্যারি পেজ (১২ হাজার ৭১০ কোটি ডলার), বিল গেটস (১২ হাজার ২৯০ কোটি ডলার), সের্গেই ব্রিন (১২ হাজার ১৭০ কোটি ডলার) ও স্টিভ বলমার (১১ হাজার ৮৮০ কোটি ডলার)। তালিকার ১১ নম্বরে রয়েছেন ভারতের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ আম্বানি। তার নিট সম্পদের পরিমাণ ১০ হাজার ৪৪০ কোটি ডলার। ৭ হাজার ৫৭০ কোটি ডলারের সম্পদ নিয়ে ১৬তম অবস্থানে রয়েছেন দেশটির আরেক ধনকুবের গৌতম আদানি।

বেহনা আহনোঁ ও ইলোন মাস্কের অবস্থান পরিবর্তনের সঙ্গে সর্বশেষ প্রান্তিকের আয়ের সম্পর্ক রয়েছে। সম্প্রতি এলভিএমএইচ জানায়, গত বছরের চতুর্থ প্রান্তিকে তাদের বিক্রি বেড়েছে ১০ শতাংশ। বিশেষ করে চীনের ক্রেতাদের কাছে ক্রমবর্ধমান চাহিদা প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বিশ্বের বৃহত্তম বিলাসী পণ্য উৎপাদনকারী এ গ্রুপ গত প্রান্তিকে প্রায় ২ হাজার ৬০০ কোটি ডলারের ব্যবসা করেছে। অবশ্য কিছুক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে বিক্রি কম হয়েছে।

এদিকে গত ২৫ জানুয়ারি ইলোন মাস্ক সতর্ক করে জানান, চলতি বছরে টেসলা বিক্রি কমে যাবে। এর পর পরই শেয়ারমূল্য ১২ শতাংশেরও বেশি কমে যায়। ওইদিন টেসলার বাজারমূল্য ৮ হাজার কোটি ডলার পড়ে যায়। মাসিক হিসাবে ক্ষতি দাঁড়ায় প্রায় ২১ হাজার কোটি ডলার। ২০২৩ সালের শেষ প্রান্তিকে টেসলার আয় ছিল ২ হাজার ৫২০ কোটি ডলার, যা ওয়াল স্ট্রিটের দেয়া পূর্বাভাসের তুলনায় কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *