ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিস
ভারতে ইলিশ রফতানি বন্ধ করতে সরকারকে আইনি নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। বাণিজ্য মন্ত্রণালয় সচিব, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বরাবর গতকাল এ নোটিস পাঠানো হয়েছে।
নোটিসে বলা হয়েছে, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু বর্তমানে অত্যধিক দামের কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠী ইলিশ মাছ কেনার কথা চিন্তাও করতে পারে না। অন্যদিকে দেশের মধ্যবিত্ত জনগণও এ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। ফলে দেশের স্থানীয় বাজারগুলোয় ইলিশের দাম আরো বেড়েছে। অথচ বাজারদরের চেয়েও কম মূল্যে ইলিশ রফতানি করা হচ্ছে ভারতে।
নোটিসে আরো বলা হয়, বাংলাদেশের রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রফতানিযোগ্য পণ্য নয়। বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ অন্যায্যভাবে, জনগণের স্বার্থ উপেক্ষা করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। আইনি নোটিসটি পাওয়ার সাতদিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি স্থায়ীভাবে বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।