ইরানের সিমেন্ট ও ক্লিংকার রফতানিতে চাঙ্গাভাব
প্রতি বছর ২১ মার্চ ইরানে নতুন অর্থবছর শুরু হয়। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম সাত মাসে (২১ মার্চ-২০ অক্টোবর) দেশটি থেকে সিমেন্ট ও সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার রফতানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে।
ইরানের সিমেন্ট এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবদুল রেজা শেইখান এ তথ্য জানিয়েছেন। খবর ফিন্যান্সিয়াল ট্রিবিউন।
তিনি জানান, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম সাত মাসে ইরান থেকে সব মিলিয়ে ৭৬ লাখ ৫০ হাজার টনের সামান্য বেশি সিমেন্ট ও ক্লিংকার রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ২ শতাংশ বেশি। এ সময়ের মধ্যে দেশটি মোট ৩৮ লাখ টন সিমেন্ট ও বাকি ৩৮ লাখ ৫০ হাজার টনের সামান্য বেশি ক্লিংকার রফতানি করেছে।