ইরাকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯ হাজার কোটি ডলার ছাড়াবে

স্টাফ রিপোর্টার

বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। এর রেশ হিসেবে ইরাকে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের শেষ নাগাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১২ শতাংশের বেশি বেড়ে দাঁড়াবে ৯ হাজার কোটি ডলারে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএর প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৮ হাজার কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আম্মার খালাফ বলেন, দেশে এ মুহূর্তে স্বর্ণের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ১৩১ টনে।

কভিড-১৯ মহামারী-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারকালে যে পরিমাণ তেলের দাম বাড়বে বলে ধারণা করা হয়েছিল, তার চেয়ে বেড়েছে ৬৭ শতাংশ বেশি। ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরাক সরকারের ব্যয়ের ৯০ শতাংশই আসে জ্বালানি তেল থেকে। প্রতিদিন গড়ে ৩৩ লাখ ব্যারেল তেল রফতানি করে ইরাক। গত বছরই দেশটি জানিয়েছিল, পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে বেশ কয়েকটি নতুন কূপের সন্ধান পাওয়া গিয়েছে। এর আগে ২০২১ সালে ইরাকের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৫.৯%। এক পূর্বাভাসে বলা হয়েছিল ২০২২ সালে এ প্রবৃদ্ধি হবে ৯.৫%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *