ইবাদাতের তাওফিক লাভের হাসিদের আমল

দুনিয়ার সব মানুষই চায় সে যেন সঠিক ও গ্রহণযোগ্য ইবাদাত-বন্দেগি করতে পারে। আমল এবং ইবাদাত যেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। আল্লাহর দরবারে ইবাদাত-বন্দেগিকে কবুল করাতে যারা সর্বদা স্বচেষ্ট.

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের জন্য উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলার মহান দরবারে কিভাবে দোয়া করলে ইবাদাত-বন্দেগি গ্রহণযোগ্য হবে। যা তুলে ধরা হলো-

উৎস : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে অছিয়ত করেন যে, প্রত্যেক নামাজের পর যেন উক্ত দোয়াটি পাঠ করেন। (মুসনাদে আহমদ, নাসাঈ, আবু দাউদ, মিশকাত)

উচ্চারণ: আল্লা-হুম্মা আ’ইন্নি আ’-লা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ই’বা-দাতিক। (মুসনাদে আহমদ, নাসাঈ, আবু দাউদ, মিশকাত)

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমাকে সাহায্য কর যেন, আমি তোমার স্মরণ করতে পারি, তোমার কৃতজ্ঞতা জ্ঞপন করতে পারি এবং ভালোভাবে তোমার ইবাদত-বন্দেগি করতে পারি।’

অতএব উম্মাতে মুসলিমার উচিত প্রত্যেক নামাজের পর গ্রহণযোগ্য ইবাদাত-বন্দেগি করার তাওফিক লাভ করতে উক্ত দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *