ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়ল প্যালাডিয়াম
নতুন রেকর্ড শব্দটি আর প্যালাডিয়ামের ক্ষেত্রে খাটছে না। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ধাতুটি প্রতিনিয়ত আগের রেকর্ড ভেঙে চলেছে। এ ধারাবাহিকতায় ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছে প্যালাডিয়াম।
চাহিদা ও সরবরাহের ভারসাম্য নষ্ট হয়ে মূল্য বৃদ্ধির ধারাবাহিকতায় প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম ১ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে গেছে। খবর সিএনবিসি ও রয়টার্স।
যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে গত বৃহস্পতিবার প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম ১ হাজার ৪৩৪ ডলার ৫০ সেন্টে উঠেছিল। ইতিহাসে এটাই মূল্যবান ধাতুটির সর্বোচ্চ দাম। তবে দিন শেষে প্যালাডিয়ামের দাম কিছুটা কমে আসে।
সর্বশেষ কার্যদিবসে প্রতি আউন্স প্যালাডিয়ামের স্পটমূল্য আগের দিনের তুলনায় ১ দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৩ ডলার ৫০ সেন্টে। এর মধ্য দিয়ে টানা চার সপ্তাহ ধরে মূল্যবান ধাতুটির বাজারে চাঙ্গাভাব বজায় রইল।
হংকংভিত্তিক ইউবিএস ওয়েলথ ম্যানেজমেন্টের হেড অব কমোডিটি ডমিনিক শিন্ডার বলেন, আন্তর্জাতিক বাজারে আট বছর ধরে প্যালাডিয়ামের চাহিদা ও সরবরাহে ঘাটতি বজায় রয়েছে। প্রতি বছর মূল্যবান ধাতুটির চাহিদা বাড়ছে। সেই তুলনায় সরবরাহ বাড়ানো সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবেই ঘাটতি দূর হচ্ছে না।
তবে এর পরিমাণ ক্রমেই কমে আসতে শুরু করেছে। তবে বিদ্যমান এ ঘাটতির কারণে এরই মধ্যে প্যালাডিয়ামের দাম আকাশ ছুঁয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চেয়ে মূল্যবান ধাতু হিসেবে পরিচিতি পেয়েছে প্যালাডিয়াম। ধাতুর বাজারে দাম বিবেচনায় পণ্যটি একক রাজত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।