ইজতেমা সফল করার আহ্বান আল্লামা শফীর
আসন্ন বিশ্ব ইজতেমা সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সভাপতি, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দাওয়াত ও তাবলিগের মেহনত আমাদের আকাবির ওলামায়ে কেরামের দ্বীনি আমানত। এ আমানতের যথাযথ হেফাজত করা আমাদের দ্বীনি দায়িত্ব। এ মেহনতের গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হচ্ছে টঙ্গি ময়দানের বিশ্ব ইজতেমা। ইতোমধ্যে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে।
বিবৃতিতেএ ইজতেমায় সারা দেশের আলেম-ওলামা, ছাত্র-জনতা এবং তাবলিগের সাধারণ সাথীদের ব্যাপকভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়েছে, এবারের ইজতেমাও সুশৃঙ্খল ও নিরাপদভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারিভাবে এবং ইজতেমা আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে ইজতেমা সফল করতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুফতি মাসুদুল করীম, মুফতি কেফায়েতুল্লাহ আযহারী, মুফতি জহির ইবনে মুসলিম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা হানজালী, মোস্তফা কামাল প্রমুখ।
বিবৃতি প্রদানকারী অন্যরা হলেন- আল্লামা আশরাফ আলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, আল্লামা আবদুল হালিম বোখারী, মাওলানা শাহ মুহাম্মদ তৈয়ব, মুফতি রুহুল আমীন, মাওলানা আরশাদ রহমানী, হজরত মাওলানা আবদুল বছির প্রমুখ।