ইউরো বাছাই : চূড়ান্ত পর্বে স্পেন, স্কটল্যান্ড ও তুরস্ক

স্টাফ রিপোর্টার

ক্লাব ফুটবলের গোলের পর গোল করে চলেছেন আর্লিং হালান্ড। কিন্তু জাতীয় দলের হয়ে সেই কাংঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। তার দেশ কাতার বিশ্বকাপে খেলতে পারেনি, ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের বাধাও পার হতে পারলো না। রোববার রাতে তাদেরকে হারানোর মাধ্যমে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ‘এ’ গ্রুপের অ্যাওয়ে ম্যাচে তারা ১-০ গোলে জয় পেয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন গাবি। এই হারের ফলে আর্লিং হালান্ডের নরওয়ের চূড়ান্ত পর্বে আর খেলা হচ্ছে না।

রোববার রাতে স্পেনের পাশাপাশি ‘এ’ গ্রুপ থেকে স্কটল্যান্ড এবং ‘ডি’ গ্রুপ থেকে তুরস্ক চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে। ‘এ’ গ্রুপের দুই দল স্পেন ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান। উভয় দল ছয় ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে। উভয় দলের এখনো দুটো করে ম্যাচ বাকি। এদিকে ‘ডি’ গ্রুপের খেলায় তুরস্ক ৪-০ গোলে লাটভিয়াকে হারিয়ে কাঙ্খিক লক্ষ্যে পৌঁছায়।

আগামী বছর জার্মানিতে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত আসর। তবে এ আসরে খেলা হচ্ছে না বর্তমান সময়ের সেনসেশন আর্লিং হালান্ডের। গত রাতে মাঠে ছিলেন কিন্তু দলের হার এড়াতে পারেননি।

অসলোতে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের স্পষ্ট আধিপত্য ছিল। কিন্তু গোল পাওয়ার মতো আক্রমণ রচনা করতে তাদের যথেষ্ঠ ঘাম ঝড়াতে হচিছল। এরই মাঝে একবার আলভারো মোরাতো জালে বল ফেলেছিলেন। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর গোলটি বাতিল করা হয়। বিরতির পর গাবির গোল নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে তবে এবার আর রেফারি গোল বাতিল করতে পারেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *