ইউরোপে পোশাক রফতানিতে বাংলাদেশ দ্বিতীয়
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে। শুধু তা-ই নয়, ইউরোপের এ বাজারগুলোতে পোশাক রফতানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। তবে এ বাজারে শীর্ষ রফতানিককারক দেশের অবস্থানে চীন, আর এর পরই অর্থাৎ দ্বিতীয় শীর্ষে রয়েছে বাংলাদেশ। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইউরোপের বাজারে মোট ৯ হাজার ৫১৭ কোটি ১৬ লাখ ৭০ হাজার ডলার পরিমাণ পণ্য রফতানি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য ইউরোপের বাজারে রফতানি হয়েছে ২ হাজার ১১৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার ইউএস ডলার। আর চীন রফতানি করেছে ২ হাজার ৭৯৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ডলার। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইউরোপের ক্রেতারা এখনো বাংলাদেশের দিকে ঝুঁকছে। আর এটি সম্ভব হয়েছে বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি বাড়ানোর মধ্য দিয়ে।
তথ্য অনুসারে, জানুয়ারি থেকে নভেম্বর ২০২২ সময়ের মধ্যে ইইউ বিশ্ব থেকে ৯৫ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। ২০২১ সালে একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৩৯ শতাংশ। ২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইইউ বাংলাদেশ থেকে ২১ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। ২০২১ সালে এ আয় ছিল ১৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার। অর্থাৎ গত বছরের ১১ মাসে ইউরোপে পোশাক রফতানি বেড়েছে ৬ দশমিক ৫৪ বিলিয়ন ডলার (৬৫৪ কোটি ডলার)। বছর ব্যবধানে ইউরোপে পোশাক রফতানি বেড়েছে ৩৮ দশমিক ৩৯ শতাংশ।
প্রতিবেদনে দেখা গেছে, পুরো বিশ্ব থেকে এ সময়ে রফতানি বেড়েছে ২২ দশমিক ৩৯ শতাংশ। শীর্ষে থাকা চীন থেকে পোশাক রফতানি ১৯ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি তুরস্ক ইইউর তৃতীয় বৃহত্তম পোশাকের উৎস। দেশটি থেকে পোশাক রফতানি বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ। একই সময়ে ইইউতে গত বছরের প্রথম ১১ মাসে ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলংকা ও ইন্দোনেশিয়া থেকে পোশাক রফতানি বেড়েছে।