ইউরোপের পাঁচ দেশে যাচ্ছে চীনের নিও
ইউরোপের পাঁচটি দেশে আগামী বছর কার্যক্রম সম্প্রসারণে যাচ্ছে নিও। পরিবেশবান্ধব গাড়ির ব্র্যান্ড উন্নয়ন কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা স্টার্টআপটি। খবর নিক্কেই এশিয়া।
নরওয়েতে সম্প্রতি নিও হাউজ নামে একটি শোরুম চালু করেছে নিও। নরডিক অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভাবা হচ্ছে।
১০ নভেম্বর তৃতীয় প্রান্তিকের উপাত্ত প্রকাশের সময় এশিয়ায় কার্যক্রম সম্প্রসারণের উচ্চাভিলাষী পরিকল্পনা শেয়ার করেন নিওর প্রতিষ্ঠাতা ও সিইও লি বিন।
দেশের বাজারে চীনা গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর ভালো অবস্থান থাকলেও বিদেশের বাজারে শুরু থেকেই নাজুক। পশ্চিমা ও জাপানি গাড়ি নির্মাতা কোম্পানিগুলো বৈশ্বিকভাবে যে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে, সেখানে সে রকম অবস্থান নেই চীনা কোম্পানিগুলোর।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা জায়ান্ট টেসলার মতো কোম্পানির সঙ্গে টেক্কা দিতে চাচ্ছে নিও। বৈশ্বিক গাড়ি নির্মাতা কোম্পানিগুলো যখন ইভি নির্মাণে ঝুঁকছে, তখন ইউরোপের বাজারে নিজেদের শক্তিশালী ব্র্যান্ড হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে নিও।
ইউরোপের বাজারে ইভি বিক্রি ফুলেফেঁপে উঠেছে। ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইউরোপের ১৮টি প্রধান বাজারে নতুন ইভি বিক্রি ১২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। গত বছরের ৬ দশমিক ১ শতাংশের চেয়ে যা দ্বিগুণ বেড়েছে। গত প্রান্তিকে ইইউতে মোট ইভি বিক্রি হয়েছে ৩ লাখ ৩ হাজার ২৭৩ ইউনিট। এ সময় নিওর ইভি বিক্রি হয়েছে ২৪ হাজার ৪৩৯ ইউনিট। গত বছরের একই সময়ের চেয়ে চীনা গাড়ি নির্মাতা কোম্পানিটির গাড়ি বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে।
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ২৩ হাজার ৫০০ থেকে ২৫ হাজার ৫০০ ইউনিট গাড়ি বিক্রি করতে পারে নিও। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিওর আয় ১২০ শতাংশ বেড়ে ১৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
ইউরোপের বাজারে ইভির চাহিদা বাড়াতে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে নিও। সাংহাইয়ের ৪৭০ কিলোমিটার পশ্চিমে হেফেইয়ে নতুন কারখানা চালু করছে তারা। চলতি মাসেই সেখানে যন্ত্রপাতি স্থাপন হবে এবং ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে গাড়ি নির্মাণ শুরু করবে তারা।