ইউটিউবে চলচ্চিত্রের উৎসব
ইউটিউবে সেরা চলচ্চিত্রগুলো নিয়ে শুরু হচ্ছে উৎসব। ট্রাইবেকা এন্টারপ্রাইজ এবং ইউটিউব এক হয়ে ‘উই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর ঘোষণা করেছে।
এখানে বিশ্বের কিছু নতুন ছবি এবং ক্লাসিক ছবি দেখানো হবে। ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে এই অনলাইন চলচ্চিত্র উত্সব।
এই ১০ দিন অনলাইনে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল, সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল, টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল, ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যাল।
ইউটিউবে নির্বাচিত এই ছবিগুলো বিনামূল্যে দেখা যাবে। আবার কেউ চাইলে এখান থেকেই সাহায্য করতে পারবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।
গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, ইউটিউব আগামী ১০ দিনের ডিজিটাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করছে। যেখানে সংগ্রহ করা ২০টি আন্তর্জাতিক চলচ্চিত্র দেখানো হবে। আর এর থেকে আয় করা অর্থ দেওয়া হবে করোনা ত্রাণ তহবিল দেওয়া হবে।