ইউক্রেন থেকে চিনি আমদানি স্থগিত করল উজবেকিস্তান
ইউক্রেন থেকে রফতানি হওয়া চিনির অন্যতম বড় ক্রেতা উজবেকিস্তান। সম্প্রতি কিয়েভ থেকে চিনি আমদানির প্রক্রিয়া স্থগিত করেছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। তবে এ বিষয়ে কোনো কারণ উল্লেখ করেনি উজবেক সরকার। ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত সুগার ইউনিয়নের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭-১৮ মৌসুমে ইউক্রেন থেকে সব মিলিয়ে ৫ লাখ ৬০ হাজার ৪০০ টন চিনি রফতানি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৯ হাজার ৯০০ টন রফতানি হয়েছে উজবেকিস্তানের বাজারে। সেই হিসাবে মধ্য এশিয়ার দেশটি ইউক্রেন থেকে রফতানি হওয়া চিনির সবচেয়ে বড় ক্রেতা। গত সপ্তাহ থেকে ইউক্রেনের চিনিবাহী কার্গোর রাজস্ব ক্লিয়ারেন্স দেয়া বন্ধ করে দিয়েছে উজবেক সরকার।
এ বিষয়ে ইউক্রেনের সুগার ইউনিয়নের কর্মকর্তা রুসলানা বুতিলো বলেন, আমরা (ইউক্রেনের চিনি রফতানিকারকরা) জানি না, কেন উজবেকিস্তান সরকার ইউক্রেন থেকে চিনি আমদানি বন্ধ করেছে। এটা আমাদের চিনি শিল্পের জন্য বড় একটি চ্যালেঞ্জ। আমরা আমাদের সবচেয়ে বড় বাজার হারিয়েছি।
তবে উজবেকিস্তান সরকার কোনো কারণ উল্লেখ না করলেও বিশ্লেষকরা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সাম্প্রতিক বিরোধকে এর পেছনে কারণ হিসেবে মনে করছেন।
তাদের মতে, রাশিয়ার চাপে বিশ্বের দশম শীর্ষ চিনি রফতানিকারক দেশ ইউক্রেন থেকে পণ্যটির আমদানি স্থগিত করেছে উজবেকিস্তান। ফলে চলতি বছর ইউক্রেন সরকারের মোট নয় লাখ টন চিনি রফতানির লক্ষ্য পূরণ প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।