ইউক্রেনের খাদ্যশস্য রফতানিতে ২৩% প্রবৃদ্ধি
২০২১-২২ মৌসুমের প্রথমার্ধে ইউক্রেন সব মিলিয়ে ৩ কোটি ২২ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে। আগের মৌসুমের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ২৩ দশমিক ৫ শতাংশ। দেশটির কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য বলছে, মোট রফতানীকৃত খাদ্যশস্যের মধ্যে ১ কোটি ৫৮ লাখ টন গম, ৫২ লাখ টন যব এবং ১ কোটি ৮ লাখ টন ভুট্টা রফতানি করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে দ্বিতীয়ার্ধে রফতানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
ইউক্রেনের কৃষিমন্ত্রী জানান, ২০২১ সালে ইউক্রেনে ৮ কোটি ৪০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। আগের বছর উৎপাদনের পরিমাণ ছিল ৬ কোটি ৫০ লাখ টন। এ সময় উৎপাদন রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।
কৃষি মন্ত্রণালয় জানায়, ২০২১-২২ মৌসুমে ২ কোটি ৪৫ লাখ টন গম, ৩ কোটি ৯ লাখ টন ভুট্টা এবং ৫২ লাখ টন যব রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে ইউক্রেনের। গত মৌসুমে দেশটি ২ কোটি ৩১ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬৬ লাখ টন গম ও ৪২ লাখ টন যব রফতানি করেছিল।