আড়াই লাখ এসইউভি প্রত্যাহার করছে ফক্সওয়াগন

স্টাফ রিপোর্টার

ফক্সওয়াগন ২ লাখ ৪৬ হাজার ইউনিটেরও বেশি স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) প্রত্যাহার করবে। ত্রুটিপূর্ণ ওয়্যার হারনেসে অপ্রত্যাশিত ব্রেকের কারণে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে গাড়িগুলো প্রত্যাহার করবে জার্মান নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর এপি।

তিনদিন আগে ৪৭ জন গাড়ির মালিক মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রকের কাছে অনাকাঙ্ক্ষিত ব্রেক নিয়ে অভিযোগ করেছিলেন। অনেকে রিপোর্ট করেছেন, সতর্কতা বাতি ও অ্যালার্ম চালু হয়ে যাচ্ছে, চালকের পাশে জানালার কাচ নেমে যাচ্ছে এবং চলার সময় এসইউভিগুলো হঠাৎ ব্রেক করছে।

ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের নথিতে ফক্সওয়াগন জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ মডেল বছরের কিছু নির্দিষ্ট অ্যাটলাস এসইউভির পাশাপাশি ২০২০ থেকে ২০২৩ মডেল বছরের অ্যাটলাস ক্রস স্পোর্টগুলো প্রত্যাহার করা হবে। সামনের দরজাগুলোর যেকোনো একটিতে ওয়্যার হারনেসের বৈদ্যুতিক যোগাযোগ ক্ষয় হতে পারে। এজন্য অপ্রত্যাশিতভাবে পার্কিং ব্রেক হতে পারে। এসইউভিগুলো ঘণ্টায় ৩ কিলোমিটার গতিতে ব্রেক করতে পারে।

তবে অনেক গাড়ির মালিক অভিযোগ করেছেন, শহরের রাস্তায় গাড়ি চালানোর সময় অনাকাঙ্ক্ষিত ব্রেকের ঘটনা ঘটেছে। একজন চালক অভিযোগে লিখেছেন, ঘণ্টায় ২৫ থেকে ৭০ মাইল গতিতে চলার সময় একাধিকভাবে ব্রেকিং ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *