আল ইত্তিহাদে বেনজেমা, বেতন ৪৬০৮ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

অবশেষে গুঞ্জনই সত্য হলো। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের আল ইত্তিহাদে যোগ দিলেন ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা। ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন, বেনজেমা চুক্তির মূল অংশটায় সই করেছেন এরই মধ্যে।

কী আছে চুক্তিতে? রোমেনো জানান, বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তি হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। আলোচনা সাপেক্ষে সেটা আরও এক বছর বাড়তে পারে।

চুক্তিতে বলা আছে, বাণিজ্যিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ বছরে ২০০ মিলিয়ান ইউরো পাবেন বেনজেমা। অর্থাৎ দুই বছরে পাবেন ৪০০ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৬০৮ কোটি টাকা।

আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে রিয়াল সমর্থকদের বিদায় বলবেন বেনজেমা। তার বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজ।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেনজেমা। তিনি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে দ্বিতীয় স্থানে। চারবার জিতেছেন লা লিগা, পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ। ২০২২ সালে ব্যালন ডি’অরও জিতেছেন ফ্রান্সের অন্যতম বড় এই ফুটবলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *