আলু-পেঁয়াজের ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পার্বত্য খাগড়াছড়ির ভারতীয় সীমান্তঘেঁষা পানছড়িতে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে পানছড়ি-তবলছড়ি সড়কের মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে আলু, পেঁয়াজসহ মুদি মাল বোঝাই একটি ট্রাক (ট্রাক নং-চট্টমেট্রো-ট-১১-৬৩২৪) জেলার মাটিরাঙ্গা হয়ে পানছড়ি যাওয়ার পথে মরাটিলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ট্রাকে থাকা ১০/১২ লাখ টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, ওই সময় ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তারা অখ্যত আছেন। এ বিষয়ে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের ২০ মে থেকে দুটি আঞ্চলিক সংগঠনের বিরোধের জের ধরে পানছড়ি বাজারে প্রায় অচলাবস্থা চলে এসেছে। অভিযোগ রয়েছে ইউপিডিএফ বাজার বয়কটের ঘোষণা দিয়েছিল। সে কারণে বাজারে পাহাড়ি ক্রেতা-বিক্রেতা আসা বন্ধ রয়েছে। পানছড়ি থেকে সব ধরনের পণ্য পরিবহনে রয়েছে অঘোষিত নিষেধাজ্ঞা। এর জেরে পণ্যবাহী ট্রাকে আগুন দেয়া হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *