আলমারাইয়ের মুনাফা বেড়েছে ৮%
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সৌদি আরবের দুগ্ধজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আলমারাইয়ের নিট মুনাফা ৮ শতাংশ বেড়েছে। কভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় আয় বেড়েছে প্রতিষ্ঠানটির। খবর দ্য ন্যাশনাল নিউজ।
মধ্যপ্রাচ্যের বৃহত্তম দুগ্ধজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আলমারাই। বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৫২ কোটি ৪ লাখ সৌদি রিয়ালে (১৩ কোটি ৮৭ লাখ ৭০ হাজার ডলার)। বছরের প্রথমার্ধে মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকের মুনাফা এসএনবি ক্যাপিটালের পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়েছে। সংস্থাটির পূর্বাভাস বলছিল, এ বছরের এপ্রিল-জুন প্রান্তিকে আলমারাইয়ের মুনাফা হবে ৪৫ কোটি ১০ লাখ থেকে ৪৮ কোটি ২০ লাখ রিয়ালের মধ্যে।
এপ্রিল-জুন প্রান্তিকে আলমারাইয়ের আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়ে ৪৬১ কোটি রিয়ালে উন্নীত হয়েছে। ওই সময়ে মূলত পাউরুটি, পোলট্রি ও দুগ্ধজাত পণ্যের বিক্রি বেশি ছিল।
এ বিষয়ে আলমারাই জানায়, নভেল করোনাভাইরাসের প্রকোপ কমায় বিধিনিষেধ শিথিল করা হয়। এর জের ধরে বাণিজ্য পরিস্থিতি উন্নত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। সেই সঙ্গে বেড়েছে পর্যটকের সংখ্যাও। ফলে আয় অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল।
মহামারীর প্রভাব স্তিমিত হওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে সৌদি আরবের অর্থনীতি। জাদওয়া ইনভেস্টমেন্টসের পূর্বাভাস বলছে, চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৭ শতাংশ হবে। গত বছর প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ২ শতাংশ। কেপিএমজি সংস্থার প্রত্যাশা, এ বছর আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও এর সহযোগী জোটের জ্বালানি তেল সরবরাহের সীমা শিথিল করা হয়েছে। অন্যদিকে বিশ্ববাজারে অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে জ্বালানি পণ্যটির দাম। মধ্যপ্রাচ্যের দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এটিই হবে অন্যতম প্রধান অবলম্বন।
আলমারাই জানায়, দ্বিতীয় প্রান্তিকে বেক করা (সেকা) পণ্যের বিভাগে মুনাফা দ্বিগুণ হারে বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ পণ্যটির উদ্ভাবন এ বিভাগের পণ্য বিক্রিতে অবদান রেখেছে। অন্যদিকে পোলট্রি খাতে মুনাফা ১৫ শতাংশেরও বেশি বেড়েছে।