আর্জেন্টিনায় গম উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস
চলতি মৌসুমে আর্জেন্টিনায় গম উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। দেশটিতে খাদ্যশস্যটির আবাদ বেড়েছে। ফলে প্রত্যাশার চেয়েও বেশি গম উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ গম উৎপাদন পূর্বাভাস বাড়িয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইন ডটকম।
সর্বশেষ পূর্বাভাসে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২১-২২ মৌসুমে আর্জেন্টিনায় ২ কোটি ১৫ লাখ টন গম উৎপাদন হতে পারে। এর আগে ২ কোটি ১০ লাখ টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি।
আবহাওয়াবিদরা বলছেন, আর্জেন্টিনায় ভয়াবহ খরার প্রভাব কাটতে শুরু করেছে। আগামী বছরের জানুয়ারিতে পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে গমের পাশাপাশি ভুট্টা ও সয়াবিন উৎপাদনও বাড়তে পারে।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ জানায়, মৌসুমের এখন পর্যন্ত ৭৮ দশমিক ৩ শতাংশ গম উত্তোলন সম্পন্ন হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে উত্তোলন কার্যক্রম শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি বলছে, গত সাতদিনে প্রতি হেক্টর জমি থেকে ৩২ লাখ ৮০ হাজার টন গম উত্তোলন করা হয়েছে। ফসল সংগ্রহে এমন সমৃদ্ধি আমাদের উৎপাদন পূর্বাভাস বাড়াতে সহায়তা করেছে।
অন্যদিকে ২০২১-২২ মৌসুমে ৫ কোটি ৭০ লাখ টন ভুট্টা ও ৪ কোটি ৪০ লাখ টন সয়াবিন উৎপাদনের পূর্বাভাসও দিয়েছে বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ।