আর্জেন্টিনায় ১৪২% মূল্যস্ফীতির পূর্বাভাস
আর্জেন্টিনায় চলতি বছর প্রত্যাশিত মূল্যস্ফীতির হার ১৪২ শতাংশে গিয়ে দাঁড়াবে। সম্প্রতি পরিচালিত এক জরিপ সূত্রে এ তথ্য জানা গেছে, যা আগের পূর্বাভাসের চেয়ে তুলনামূলক কিছুটা কম। উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতিতে নানা সমস্যা তৈরি করছে, ফলে দারিদ্র্য বাড়ছে। পাশাপাশি দেশটির মুদ্রা পেসোর মানও কমেছে। খবর রয়টার্স।
মে মাসে ৭ দশমিক ৮ শতাংশ বৃদ্ধির পর চলতি মাসে মূল্যস্ফীতি ৭ দশমিক ৩ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের পূর্বাভাস, ২০২৪ সালের মধ্যে বার্ষিক মূল্যস্ফীতির হার ১০৫ শতাংশে নেমে আসবে। লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম দেশটির অর্থনীতি খরা ও মুদ্রা সংকটে আক্রান্ত হয়েছে।
জরিপে আরো দেখা যায়, ২০২৩ সালে অর্থনৈতিক কর্মকাণ্ডে আগের বছরের তুলনায় ৩ শতাংশ সংকুচিত হবে। অর্থনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, আর্জেন্টাইন পেসোর মূল্য চলতি বছরের শেষ নাগাদ প্রতি ডলারের বিপরীতে প্রায় ৪০৮ এবং ২০২৪ সালে ডলারপ্রতি ৯০৪ পেসোয় উন্নীত হবে।
কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত জরিপটি গত ২৮-৩০ জুন পর্যন্ত ৩৯ জন অংশগ্রহণকারীকে নিয়ে সংঘটিত হয়। অক্টোবরে সাধারণ নির্বাচনের আগে আর্জেন্টিনার বামপন্থী সরকারের জন্য ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও বৈদেশিক রিজার্ভের ঘাটতি বিশেষভাবে কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।