আরামিট গ্রুপের তালিকাভুক্ত দুই কোম্পানির আয় কমেছে
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট গ্রুপের দুই কোম্পানি আরামিট লিমিটেড ও আরামিট সিমেন্ট লিমিটেডের। কোম্পানি দুটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বিকালে অনুষ্ঠিত কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
আরামিট লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানিটির আয় হয়েছে ৭ কোটি ২৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১০ কোটি ৪৬ লাখ টাকা।
আরামিট সিমেন্ট: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২৯ কোটি ৭৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪১ কোটি ৫৪ লাখ টাকা।