আরও চীনা বিনিয়োগ চায় বিডা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেছেন, চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার। চীন থেকে সরকারি খাতে বিনিয়োগ আসলেও বেসরকারি খাতে চীনা বিনিয়োগ কম।
দেশে আরও চীনা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সোমবার (১৩ জুন) বিডার সম্মেলন কক্ষে সংস্থাটির সঙ্গে চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী ও বিসিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন মৃধা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বিডার নির্বাহী পরিচালক বলেন, বর্তমানে চীনা বিনিয়োগকারীরা বহির্বিশ্বে অনেক বেশি বেসরকারি বিনিয়োগ করছেন। সে সুযোগটা আমাদেরও গ্রহণ করতে হবে। বেসরকারি খাতে অধিক হারে চীনা বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা এবং বিসিসিসিআইকে একযোগে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বে বাংলাদেশকে নতুন ভাবে তুলে ধরতে হবে। একযুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। এই উন্নত অমিত সম্ভাবনাময় বাংলাদেশকে বহির্বিশ্বে ব্র্যান্ড বাংলাদেশের মাধ্যমে পরিচয় করিয়ে দিতে হবে।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসারের জন্য বিডা ও বিসিসিসিআই কাজ করবে। বিসিসিসিআই ও বিডা যৌথভাবে পরামর্শ সভা, বিনিয়োগ সংলাপ, সম্মেলন, সেমিনার, গোলটেবিল বৈঠক, ফোকাস গ্রুপ আলোচনা এবং প্রদর্শনীর আয়োজন করবে।
বিসিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন মৃধা বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা একে অপরের বিনিয়োগ বিকাশের অংশীদার হয়েছি। যার মাধ্যমে গুরুত্বপূর্ণ বেসরকারি খাতে আরও বেশি চীনা বিনিয়োগ সম্ভব হবে। বর্তমানে দেশে দিন দিন চীনা বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। এ লক্ষ্যে বিসিসিসিআইয়ের ৭ শতাধিক সদস্য কাজ করে যাচ্ছে।