আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির জনপ্রিয় নেতা মাহাথির মোহাম্মদ বলেছেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিশেষ করে দেশটির নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন মাহাথির।

রোববার সকালে দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুহিদ্দীন ইয়াসিন। শনিবার মালয়েশিয়ার প্রভাবশালী এই নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

রোববার ইয়াইয়াসান আল বুখারিতে এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। মুহিদ্দীন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

ওই সংবাদ সম্মেলনে মাহাথিরকে প্রশ্ন করা হয় যে, তিনি আজমিন আলীর ওপর তিনি ক্ষুব্ধ কি-না। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজমিনের নিজস্ব এজেন্ডা ছিল। এই পুরো এজেন্ডায় সে মুহিদ্দীনের সঙ্গে কাজ করেছে।

পাকাতান হারাপান জোট পরবর্তী কি পদক্ষেপ নেবে সে বিষয়ে মাহাথির বলেন, জরুরি ভিত্তিতে পার্লামেন্টারি অধিবেশন ডাকা হবে। তিনি বলেন, আমরা দেখবো কে সংখ্যাগরিষ্ঠতা (এমপিদের সমর্থন) অর্জন করতে পারে। মাহাথির আরও বলেন, এখন থেকে বিরোধী অবস্থানে চলে যাবে পাকাতান জোট।

এদিকে, পার্তি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার ভবিষ্যৎ সম্পর্কে মাহাথির বলেন, এটা এখন নির্ভর করে দলীয় সিদ্ধান্তের ওপর। তারা আমাকে চেয়ারম্যান পদে রাখবে নাকি বহিষ্কার করবে সেটা তারাই সিদ্ধান্ত নেবে।

তবে বারসাতুর বেশিরভাগ সদস্যই তাকে চেয়ারম্যান হিসেবে প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন তিনি। ফলে কিছু একটা হতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। মাহাথির বলেন, তারা এখন আনুষ্ঠানিকভাবে আমাকে প্রত্যাখ্যান বা বহিষ্কার করতে পারেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় অনুশোচনা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মাহাথির বলেন, তার আর কোনো উপায় ছিল না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *