আবারও রোনালদোর ঝড়
গোল করেই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিরিআ’তে টানা নবম ম্যাচে গোলের দেখা পেলেন পর্তুগিজ যুবরাজ। পেনাল্টি থেকে তার জোড়া গোলে ভর করে রোববার ফিওরেন্তিনাকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে জুভরা। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি লাজিও। সমান ম্যাচে ইন্টার মিলানের পয়েন্ট ৪৮।
তুরিনে দাপট দেখিয়েই খেলেছে জুভেন্টাস। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৪০ মিনিটে) রোনালদোর পেনাল্টিতে এগিয়ে যায় জুভরা।
দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটের মাথায় ফিওরেন্তিনার ভুলে আরও একটি পেনাল্টি পায় জুভেন্টাস। এবারও গোল তুলে নিতে ভুল করেননি রোনালদো।
অতিরিক্ত সময়ে এসে (৯১ মিনিটে) ফিওরেন্তিনার কফিনে শেষ পেরেকটি ঠুকেন মাথিজ ডি লিট। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।